নিজস্ব প্রতিবেদক: বৈশাখী উৎসবকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, এই বাংলা নব বর্ষবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় নগরবাসী পূর্বের মত এবারও সহযোগিতা করবেন। রাজধানীতে নববর্ষের উন্মুক্ত স্থানের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ। নিরাপত্তার স্বার্থেই নগরবাসীকে এই নির্দেশ মেনে চলার আহবান জানান তিনি।
বৈশাখী উৎসব বাঙালির দেশীয় সংস্কৃতির প্রাণের উৎসব উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, এ সময় রাজধানীর কোথাও দেশীয় সংস্কৃতিবিরোধী কর্মকান্ড করতে দেয়া হবে না। জঙ্গী তৎপরতা মনিটরিং করা হবে। দুইটি ইউনিটসহ গোয়েন্দারা জঙ্গীদের তৎপরতা প্রতিনিয়ত মনিটরিং করবে। জঙ্গি হামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি হামলা ও নাশকতার বিষয়টি পুলিশের মাথায় রয়েছে। এটা শুধু পুলিশ দেখছে না বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে নজরদারি রাখছে।
আজ ১২ এপ্রিল আজ শনিবার সকাল সোয়া ১১টার দিকে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স সেন্টারে বাংলা নব বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন