নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন
খালেদা জিয়া বলেছেন, অবস্থার
পরিবর্তনে বিভিন্ন
সংগঠনকে জোরদার করতে হবে।
গড়ে তুলতে হবে প্রতিবাদ-
প্রতিরোধ। সরকারের
নানা ষড়যন্ত্রের মধ্যেও সংগ্রাম
করতে হবে, আন্দোলন করতে হবে।
নইলে দেশ বাঁচানো যাবে না,
কোনো প্রতিষ্ঠান
বাঁচানো যাবে না।
আজ শনিবার দুপুরে রাজধানীর
ইঞ্জিনিয়ার্স
ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী শ্রমিক
দলের সম্মেলনে খালেদা জিয়া এসব
কথা বলেন। শ্রমিক দলের নেতা-কর্মীদের
উদ্দেশে সাবেক প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকের
প্রয়োজন কলকারখানা। কিন্তু
প্রতিনিয়ত শিল্প কলকারখানা বন্ধ
হচ্ছে। শ্রমিকেরা বেকার হচ্ছে।
দেশি-বিদেশি কোনো বিনিয়োগ
হচ্ছে না। অবৈধ সরকারের
আমলে কেউ বিনিয়োগ করতে চায় না।
ব্যবসায়ী খুন হচ্ছেন—এমন মন্তব্য
করে সাবেক বিরোধীদলীয়
নেতা খালেদা জিয়া বলেন,
আওয়ামী লীগ পাঁচ বছর তিন
মাসে নতুন কোনো শিল্প-
কলকারখানা করতে পারেনি।
বরং বিএনপির আমলে স্থাপন
করা অনেক কলকারখানা বন্ধ
করা হয়েছে। বেকারত্ব
থাকলে সমাজে অপরাধ
বাড়ে বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান সরকার
একইসঙ্গে মিথ্যা কথা বলে এবং চুর
করেন। নতুন কলকারখানা না হওয়ার
জন্য সরকারের
ব্যর্থতাকে দায়ী করে ব্যাপক
সমালোচনা করেন তিনি।
শনিবার, ১২ এপ্রিল, ২০১৪
আন্দোলনের ডাক খালেদা জিয়ার
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন