নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্রে জীবনের
নিরাপত্তা চেয়ে বারডেম
হাসপাতালের
চিকিত্সকেরা মানববন্ধন করেছেন।
আজ বৃহস্পতিবার
বেলা সাড়ে ১১টার দিকে কয়েক শ
চিকিত্সক বারডেম হাসপাতালের
সামনে মানববন্ধন করেন।
আন্দোলনরত এক চিকিত্সক বলেন,
‘পুলিশের কর্মকর্তাকে প্রত্যাহার
করে নেওয়ায়
আমরা কর্মবিরতি প্রত্যাহার
করে নিয়েছি। কিন্তু দোষী সবার
বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়ন
আমরা মনে করি, শুধু বারডেম
হাসপাতাল নয়, সব
সেবা প্রতিষ্ঠানেই চিকিত্সকদের
জীবনের নিরাপত্তা নিশ্চিত
করা প্রয়োজন।’ বারডেম
হাসপাতালের চিকিত্সকদের
আজকের কর্মসূচিতে আজ অন্যান্য
চিকিত্সা প্রতিষ্ঠানের
চিকিত্সকেরাও অংশ নেন।
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
বারডেম চিকিৎসকদের মানববন্ধন
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন