বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সংঘর

রিগান, বরিশাল প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সড়ক
অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময়
পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের
সংঘর্ষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এক
শিক্ষার্থীকে মারধর করে পরিবহন
শ্রমিকরা। এর
প্রতিবাদে বৃহস্পতিবার
সকালে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক
প্রায় ২ ঘণ্টা অবরোধ করে যানবাহন
ভাংচুর করে শিক্ষার্থীরা। এ সময়
পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের
সংঘর্ষ হয়। পুলিশ রাবার বুলেট ও
টিয়ারগ্যাস সেল নিক্ষেপ
করে পরিস্থিতি শান্ত করে।
সংঘর্ষে এক শিক্ষক, র্যাব ও পুলিশের
২ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত
হয়েছেন। আহতদের মধ্যে ১১
জনকে বরিশাল
শেরেবাংলা মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ
কমিশনার (দক্ষিণ) মো. আব্দুর রউফ জানান, পরিস্থিতি এখন
শান্ত। ছাত্ররা সড়ক
ছেড়ে ক্যাম্পাসে ফিরে গেছে।
স্থানীয়রা জানান, আইন বিভাগের
প্রথম বর্ষের ছাত্র শাখাওয়াত
হোসেন অনু
স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য
সকাল ১০টায় রূপাতলী বাস
টার্মিনাল
থেকে একটি বাসে ওঠেন।
তিনি ক্যাম্পাসের
সামনে নামতে চাইলে সেখানে না নামিয়ে অদূরে ভোলার
রাস্তার মোড়ে নামিয়ে দেয় বাস
শ্রমিকরা। এনিয়ে বাস শ্রমিকদের
সঙ্গে তর্কের এক
পর্যায়ে শাখাওয়াত
হোসেনকে বেদম মারধর করা হয়।
এর প্রতিবাদে স্থায়ী ক্যাম্পাসের
ছাত্ররা সংলগ্ন সড়ক অবরোধ
করে যান চলাচল বন্ধ করে দেয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন