১৯৭২ সালের ১২ জানুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঘরে ও চেয়ার-টেবিলে বসে মন্ত্রিপরিষদের বৈঠক করতেন, সেই ঘর ও চেয়ার-টেবিলে বসেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করলেন তাঁর মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রবিবার সকালে শেরে বাংলানগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এই কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকের শুরুতে প্রতিরক্ষাসচিব কাজী হাবিবুল আউয়াল প্রধানমন্ত্রীকে জানান, তিনি যে চেয়ার-টেবিলে বসে বৈঠক করছেন, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যবহার করতেন।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে প্রতিঘাত করার মতো ক্ষমতা বাংলাদেশের থাকতে হবে। তিনি বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ নয়, শান্তি চাই। তবে কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করে, অবশ্যই প্রতিঘাত করার মতো ক্ষমতা থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সেই সামর্থ্য অর্জন করা একান্তভাবে প্রয়োজন, আর আমরা সে ব্যাপারে সচেতন। ইতিমধ্যে আমরা এ ক্ষেত্রে অনেক পদক্ষেপও গ্রহণ করেছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিরক্ষাসচিব কাজী হাবিবুল আউয়াল।
রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
বঙ্গবন্ধুর চেয়ার-টেবিলে বসে অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন