রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

আ.লীগকেও হত্যা-গুমের শিকার হতে হবে

নিজস্ব প্রতিবেদক: বর্তমান আওয়ামী সরকার, একদিন তাদেরকেই সেই গুম, খুনের শিকার হতে হবে' বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত 'বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ছাত্রদল সভাপতি, সেক্রেটারিসহ সকল কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সমাবেশে' তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, "আপনি যেভাবে দেশ চালাচ্ছেন তাতে বিএনপি থাকবে, কিন্তু একদিন আ. লীগ এবং আপনি (শেখ হাসিনা) বিলীন হয়ে যাবেন। কেননা আপনারা দেশকে পরাধীন করতে চাচ্ছেন।"

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ব্যক্তি স্বার্থে দেশের স্বার্থ বিদেশিদের কাছে বিকিয়ে দেয়। এদের কাছে জনগণের কোনো দাবি জানিয়ে লাভ নেই। তারা পানি দিতে পারবে না। বরং তাদের মিত্রদের ভালোবাসায় বাংলাদেশের সকল নদ-নদী শুকিয়ে যাচ্ছে।

ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলে জনগণের সকল অধিকার ফিরিয়ে দেয়া হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে আপোস করা হবে না বলেও জানান এ নেতা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, "এভাবে ঘরোয়া অনুষ্ঠানে জেলের তালা ভাঙার স্লোগান দিয়ে লাভ নেই। আমাদেরকে আসল জেলের তালা ভাঙার প্রস্তুতি নিতে হবে। আর আজকের এই প্রতিবাদ সভা কোনো প্রতিবাদ নয় এটা আন্দোলনের প্রস্তুতি মাত্র। পুরো দেশটাই একটা কারাগারে পরিণত হয়ে গেছে। ভবিষ্যতের রাজপথে আন্দোলনের মাধ্যমে সমগ্র দেশবাসীকেই মুক্ত করে আনা হবে।"

বর্তমান সরকার তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, বিএনপির একদিনের লংমার্চে পানি এসে ভরে গিয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে সব নদী পানিতে ভরা থাকবে। এ বিষয়ে কোনো আপোস হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন