শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

গরম সামান্য কমতে পারে

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দশকের রেকর্ড ভাঙার পর আজ শুক্রবার বিকেল
থেকে রাজধানীতে তাপমাত্রা স
কমতে পারে।
সকালে রাজধানীতে সর্বনিম্ন
তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৯
ডিগ্রি। সারা দেশে সর্বনিম্ন
তাপমাত্রা ছিল রংপুরে ২২
ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য
জানা গেছে।
গত পাঁচ দশকের
মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ
তাপমাত্রা (৪০ দশমিক ২ ডিগ্রি)
ছিল গতকাল বৃহস্পতিবার।
আবহাওয়া অধিদপ্তর
সূত্রে জানা যায়, এ
তাপমাত্রা এখনই
একেবারে কমছে না। তবে বিকেল
থেকে গরমের আঁচ সামান্য
কিছুটা কমতে পারে। চলতি মাসের
পুরো সময়ই ঢাকার তাপমাত্রা ৩৫
ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল।
বেশির ভাগ এলাকায়
তাপমাত্রা ৩৭-৪২
ডিগ্রি সেলসিয়াস ছিল।
সারা দেশের ওপর
দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের
কারণে তাপমাত্রা বেড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন