সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

সবার মাঝে আনন্দ বয়ে আনবে নতুন বছর : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুরনো বছরের সব জীর্ণতা ধুয়ে মুছে নতুন বছর শুরু হয়েছে। নতুন বছর সবার মাঝে আনন্দ বয়ে আনবে। সবার জীবন সুন্দর হয়ে উঠবে-এই কামনা করি।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে গণভবনে গেলে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতই দিন যাচ্ছে নববর্ষ উৎসবের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই মানুষ নিরাপদে এ উৎসব পালন করুক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
দেশবাসীর পাশাপাশি প্রবাসে অবস্থারত বাঙালিদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার সাড়ে ৫টার দিকে আওয়া মী লিগের শীর্ষ নেতারা দলের পক্ষে শুভেচ্ছা জানান। এরপর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন