অনলাইন ডেস্ক: আগামী মাসে মহাসড়কগুলোতে যানজট ও দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান পরিচালিত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার সকাল ১১টায় গাজীপুরের মীরেরবাজারে ঘোড়াশাল টঙ্গী সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, মহাসড়কের যানজট ও দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় থেকে দু’টি কমিটি করা হয়েছে। এর মধ্যে একটির রিপোর্ট এরইমধ্যে পাওয়া গেছে। অপরটি চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে। রিপোর্ট পাওয়া পর এ ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন