নিজস্ব প্রতিবেদক: দ্রুত বিচার আইনের মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, "সরকার এ আইন মেয়াদ বাড়ানোর একমাত্র কারণ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাচন থেকে দূরে রাখা। যাতে কোনো যোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নিতে না পারে। প্রার্থীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা যায়, যাতে পরের নির্বাচনে তারা অংশই না নিতে পারে।"
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাসাস কুমিল্লা উত্তর জেলা শাখা আয়োজিত ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে’ শীর্ষক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
গণতান্ত্রিক ও গণআন্দোলনের মধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকারকে হটাতে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য তিনি দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
'গ্রিড লাইন প্রকল্পে লাভ লোকসানের হিসাব করা হয়নি'- বিদ্যুৎ সচিবের এই বক্তব্যের সমালোচনা করে নজরুল ইসলাম বলেন, "লাভ-লোকসানের হিসাব করেননি তাহলে কিসের হিসাব করেছেন। শুধু কি নিজেদের স্বার্থের হিসাব করেছেন?"
'বাংলাদেশের উপর দিয়ে আমরা বিদ্যুৎ সঞ্চালন করবো। এতে বাংলাদেশ কিছু বিদ্যুৎ পেলেও পেতে পারে'- ভারতের বিদ্যুৎ সচিবের এই বক্তব্যে সমালোচনা করে তিনি বলেন, "আমাদের দেশের উপর দিয়ে আপনাদের দেশে বিদ্যুৎ সঞ্চালন করবেন। তাই বিদ্যুৎ পাওয়াটা আমাদের ন্যায্য অধিকার। অথচ আপনি বলছেন, বাংলাদেশ কিছু বিদ্যুৎ পেলেও পেতে পারে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন