শুক্রবার, ৪ এপ্রিল, ২০১৪

সাংসদ হিরণকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে

রিগান,বরিশাল প্রতিনিধি:ঢাকার বারিধারার
অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বরিশালের
সাবেক মেয়র ও সদর আসনের সাংসদ
শওকত হোসেন হিরণকে। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০
মিনিটে থাইল্যান্ডের একটি এয়ার
এ্যাম্বুলেন্স সাংসদকে নিয়ে ঢাকার
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান
থেকে সরাসরি তাকে এ্যাপোলো হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এর আগে গ্লেনঈগলস হাসপাতালে লাইফ
সাপোর্টে থাকা হিরণকে সিঙ্গাপুর
থেকে দেশে ফিরিয়ে আনার সময়
তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক
ক্রটিতে পড়লে সেটি থাইল্যান্ডের
রাজধানী ব্যাংককে জরুরি অবতরণ
করে। সে সময় সাংসদ
হিরণকে ব্যাংককের বামরুনগ্রাদ
হাসপাতালে ভর্তি করে সাময়িকভাবে রাখা হয়েছিলো। পরে থাইল্যান্ডস ্থবাংলাদেশী দূতাবাসের মাধ্যমে একটি থাই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। রাত সাড়ে ১০টায় থাই এয়ার
অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগ করে। এয়ার এ্যাম্বুলেন্সে হিরনের
সাথে তার
স্ত্রী জেবুন্নেছা আফরোজ ওমেয়ে রোশনী হোসেন তৃণা এবং ঢাকার
এ্যাপোলো হাসপাতালের একজন
চিকিৎসক ছিলেন।
বরিশাল মহানগর আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
আফজালুল করিম আমাদের  জানান, সিঙ্গাপুরের যে হাসপাতালে হিরণ
এমপি চিকিৎসাধীন ছিলেন,
সেখানে চিকিৎসা খুবই ব্যয়বহুল।
সেখানে প্রতিদিন অন্তত ১০ লাখ
টাকা দরকার। ঢাকার
এ্যাপোলোতে প্রতিদিন প্রয়োজন
হবে প্রায় ১ লাখ টাকা। তাই
পরিবারের সন্মতিতেই
তাকে দেশে এনে চিকিৎসা দেয়ার
সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন শুধু
মহান আল্লাহ তালার উপরে ভরসা।
এদিকে প্রতিদিনই
বরিশালে সাংসদ হিরণের
সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও
দোয়া মোনাজাত করা হচ্ছে।
এতে দলমত নির্বিশেষে সকলেই
অংশ নিচ্ছেন এসব
দোয়া মোনাজাতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন