রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪

"কোকোর জন্ম নিয়ে প্রশ্ন আছে’

নিজস্ব প্রতিবেদক; বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির খাজা নাজিম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

হাছান মাহমুদ বলেন, “মুক্তিযুদ্ধের সময় খালেদা জিয়া পাকিস্তানিদের হেফাজতে ছিলেন। যে কারণে জিয়া খালেদাকে গ্রহণ করতে চাননি। পরে বঙ্গবন্ধুর অনুরোধে জিয়াউর রহমান খালেদাকে আবার গ্রহণ করেন।”

এসময় তিনি আরো বলেন, “জনমনে প্রশ্ন আছে কোকো আসলে জিয়াউর রহমানের বৈধ সন্তান কিনা।”

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, “ইতিহাস বিকৃতি করে জনগণকে বিভ্রান্ত না করে জনগনের প্রশ্নে উত্তর দিন।”

তিনি আরো বলেন,“খালেদা জিয়ার কথায় বাংলাদেশের নির্বাচন হবে না। আগামীতে এদেশের সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। সংবিধানের নির্ধারিত সময়ের আগে কোনো নির্বাচন হবে না। যতই আন্দোলনের হুমকি দেয়া হোক না কেন কোনো লাভ হবে না। ”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন