অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের
চাঞ্চল্যকর সেভেন মার্ডার মামলার প্রধান
আসামি কাউন্সিলর নূর হোসেনের
গাড়ির ড্রাইভার মহিব উল্যাহকে আটক
করেছে ডিবি পুলিশ। এ সময় মহিব
উল্যাহ’র শ্যালক সম্রাটকেও আটক
করা হয়।
শনিবার দিবাগত রাত ১২টার
দিকে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর
ইউনিয়নের লাউতলী গ্রামে মহিব
উল্যাহর শশুর বাড়িতে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়।
ঐদিন রাত ১২ টার দিকে ২০-৩০ জনের একদল পুলিশ লাউতলী গ্রামের বিভিন্ন
এলাকায় অভিযান চালায়। এ সময়
নারায়ণগঞ্জের হত্যা মামলার
আসামি নূর হোসেনের গাড়ির
ড্রাইভারসহ দুই জনকে আটক
করে পুলিশ। অভিযানের আগে পরে পুলিশ বেশ গোপনীয়তা বজায় রাখে।
তবে বেগমগঞ্জ মডেল থানার
ওসি মোস্তাফিজুর রহমান জানান,
ডিবি পুলিশ কাউকে আটক
করেছে এমন খবরই তিনি জানেন
না।
অন্যদিকে নোয়াখালী পুলিশ
সুপার ইয়াছিন শরীফ
বিষয়টি নিশ্চিত করে জানান, নূর
হোসেনের গাড়ির ড্রাইভার
মহিব উল্যাহ বেগমগঞ্জের
লাউতলীতে বিয়ে করেছেন।
নারায়ণগঞ্জের ঘটনার পর থেকেই
নূর হোসেনের মত তাকেও
খুঁজে পাওয়া যাচ্ছিলনা। গোপন
সংবাদের ভিত্তিতে অভিযান
চালিয়ে মহিব উল্যাহ ও তার
আশ্রয়দাতা শ্যালক
সম্রাটকে পুলিশ আটক করতে সক্ষম
হয়েছে।
বর্তমানে ডিবি কার্যালয়ে তাদের
জিজ্ঞাসাবাদ চলছে।
রবিবার, ১১ মে, ২০১৪
নারায়ণগঞ্জের ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনের ড্রাইভার আটক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন