রবিবার, ১১ মে, ২০১৪

অভিনেতা খলিলের চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

বিনোদন প্রতিবেদক: এক সময়ের সাড়া জাগানো খল অভিনেতা খলিল উল্লাহ খানের আজীবন চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অভিনেতা খলিলকে এ বছর আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

এছাড়া আজীবন সম্মাননা পাওয়া অভিনেতা ও অভিনেত্রীদের সকল চিকিৎসার খরচ সরকার বহন করবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “চলচ্চিত্র যেহেতু সমাজের কথা বলে। মানুষের কথা বলে। তাই চলচ্চিত্র নির্মাণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার জরুরি।”

চলচ্চিত্র নির্মাতাদের উদ্দশ্যে প্রধানমন্ত্রী বলেন, “চলচ্চিত্র মানুষের মনে প্রভাব ফেলে। এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যেখানে আমাদের কৃষ্টি-কালচার থাকে, সেটা দেখে যেন যুব সমাজ বিপদগামী না হয়।”

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের সিনেমা হলগুলোর উন্নয়ন প্রয়োজন। এ জন্য ঢাকা ও এর বাইরের সিনেমা হল মালিকদের কিছু সহযোগিতা প্রয়োজন। সেখানে যেন পূর্ণদৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্যের ডিজিটাল সিনেমা দেখানো যায় তার ব্যবস্থা করা প্রয়োজন। আমার সঙ্গেও হল মালিকরা বৈঠক করেছে।”

হলগুলোর উন্নয়নের জন্য মালকিদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্যমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। নতুন সিনেপ্লেক্স নিমার্ণের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন