মঙ্গলবার, ১৩ মে, ২০১৪

এইডস নিয়ে গান গাইলেন বাপ্পা- কণা

বিনোদন প্রতিবেদক: এইডস নিয়ে গান গাইলেন কণ্ঠশিল্পী কণা ও বাপ্পা মজুমদার।
'ওরে আমার মনো' শিরোনামের
গানটি লিখেছেন ডা. বায়জীদ
খুরশীদ রিয়াজ। গানটির সুর-সঙ্গীত করেছেন বাপ্পা মজুমদার। বর্তমানে গানটির
মিউজিক ভিডিও বিটিভিতে প্রচারিত হচ্ছে। এ প্রসঙ্গে কণা বলেন, 'সচেতনতামূলক
বহু গানেই আমি কণ্ঠ দিয়েছি। আর
সামাজিক সচেতনতামূলক গান
গাওয়ার প্রস্তাব
পেলে আমি তা আনন্দের সঙ্গেই
গ্রহণ করি। গানের
মাধ্যমে মানুষকে সচেতন
করতে চাই। গান শুনে অন্তত একজন
মানুষ সচেতন হলেও আমার
গাওয়া স্বার্থক হবে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন