শুক্রবার, ২ মে, ২০১৪

হাসপাতালে মুশফিকুর রহিম

ক্রীড়া প্রতিবেদক: গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আবহাওয়া পরিবর্তনের কারণে তার জ্বর এসেছে এবং তিনি বেশ দুর্বল বোধ করছেন বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।
মুশফিক জানান তার অবস্থা আগের চেয়ে ভালো, তিনি এখন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। মুশফিক জ্বরের পাশাপাশি লিভার-সংক্রান্ত সমস্যায় ভুগছেন। তবে এখনো সবগুলো রিপোর্ট হাতে আসেনি। শনিবার সবগুলো রিপোর্ট হাতে আসলে বলা যাবে।
গত চার-পাঁচ দিন যাবত মুশফিক জ্বরে ভুগছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন