বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪

বিএনপির সমাবেশস্থলে তালা উস্কানির আশঙ্কাতেই: হানিফ

নিজস্ব প্রতিবেদক: উস্কানির আশঙ্কাতেই বিএনপির সমাবেশে স্থল ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে তালা দেয়া হয়েছে বলে মন্তব্য
করলেন আওয়ামী লীগের যুগ্ম
সাধারণ সম্পাদক মাহবুব উল আলম
হানিফ।
বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক
কার্যালয়ে দলের ৬৫তম
প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভার
আগে সাংবাদিকদের এক প্রশ্নের
জবাবে তিনি একথা বলেন।
এই উস্কানির আশঙ্কায়
আইনশৃংখলা বাহিনী তালা মেরেছে।
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান
হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের
ভাই বাদী হয়ে সুনির্দিষ্টভাবে আসাম
নাম উল্লেখ করে মামলা করেছেন।
এখানে অন্য কিছু ভাবার কোন
সুযোগ নেই। ‘নারায়ণগঞ্জ ও ফেনীর
হত্যাকাণ্ডের পর মনে হচ্ছে আইনশৃংখলা বাহিনী দুর্বল হয়ে পড়েছে’ সুরঞ্জিত সেনগুপ্তের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, ‘এই কথার সঙ্গে আমি একমত না। বাংলাদেশের
আইনশৃংখলা বাহিনীতে শুধু
আওয়ামী লীগের আত্মীয়-স্বজন
চাকরি করে না।
এখানে বিএনপি এমনকি জামায়াত
নেতাকর্মীদের আত্মীয় স্বজনও
চাকরি করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন