বুধবার, ৭ মে, ২০১৪

বরিশাল-৫ উপ- নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কাল

রিগান,বরিশাল প্রতিনিধি: আগামীকাল  বিকাল ৫টায় বরিশাল-৫
আসনে উপ-নির্বাচনে দলের
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের
সংসদীয় বোর্ড তাদের সাক্ষাৎকার নেবে।
এছাড়া বোর্ডের এক সভাও অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগ দপ্তর সম্পাদক ড.
আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য
জানানো হয়েছে। প্রসংগত, গত ৯ এপ্রিল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মারা যান বরিশাল-৫ আসনের সংসদ সদস্য
এবং এর পরই আসনটি খালি হয়।
উল্লেখ্য, বরিশাল-৫ আসনের উপ-
নির্বাচনে আওয়ামী লীগের
মনোনয়ন ফরম কিনেছেন ১২ জন
প্রার্থী। ৪ মে রবিবার থেকে শুরু
হয়ে মঙ্গলবার পর্যন্ত চলে মনোনয়ন
ফরম বিক্রির কাজ। শেষ দিন পর্যন্ত
১২ জান প্রার্থী দলের ধানমণ্ডির
কার্যালয় থেকে ফরম কিনেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন