বুধবার, ৭ মে, ২০১৪

র্যাবের ৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের বিতর্কিত
সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক
সেই তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক
অবসরে পাঠানো হয়েছে।
চাকরি যাওয়া এই তিন কর্মকর্তার
মধ্যে নারায়ণগঞ্জে র্যাব-১১’র
সাবেক অধিনায়ক লে. কর্নেল
তারেক সাঈদ মোহাম্মাদও
রয়েছেন। নারায়ণগঞ্জের ওয়ার্ড
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত
জনের অপহরণ ও খুনের ঘটনায় শেষ
পর্যন্ত এই সিদ্ধান্ত আসে। নজরুলের
শ্বশুর শহীদ চেয়ারম্যান তার
জামাতাসহ সাত জনকে খুন করার
জন্য এই
তিনি কর্মকর্তাকে সরাসরি দায়ী করে আসছেন।
তিনি অভিযোগ করেছেন, ছয়
কোটি টাকার বিনিময়ে নূর
হোসেনরা র্যাবকে দিয়ে একাজ
করিয়েছেন।
তিন কর্মকর্তার
মধ্যে সেনাবাহিনীর
দুজনকে অকালীন
এবং নৌবাহিনীর
একজনকে বাধ্যতামূলক অবসর
দেয়া হয়।
সেনা কর্মকর্তারা আপাতত নিজ
বাসায়ই থাকতে পারবেন।
তবে দোষী প্রমাণিত হলে সব
অভিযুক্তকে ফৌজদারি আদালতের
মুখোমুখি হতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন