রবিবার, ১১ মে, ২০১৪

ডেমরায় ১৭ মে বিএনপির জনসভা, ভাষণ দেবেন খালেদা

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী গুম-খুন ও
অপহরণের প্রতিবাদে আগামী ১৭
মে শনিবার রাজধানীর ডেমরায়
জনসভা করবে বিএনপি। এতে দলের
চেয়ারপারসন বেগম
খালেদা জিয়ার যোগ দেয়ার
সম্ভাবনা রয়েছে।
এছাড়া চেয়ারপারসন বেগম
খালেদা জিয়া ও সিনিয়র ভাইস
চেয়ারম্যান তারেক রহমানের
মামলার আদালত স্থানান্তরের
প্রতিবাদে দেশের সব উপজেলায়
১৮ মে, জেলায় ১৯ মে এবং ২০
মে সব মহনগর পর্যায়ে বিক্ষোভ
সমাবেশ করবে দলটি।
রবিবার বেলা সাড়ে ১১টায়
নয়াপল্টনে কেন্দ্রীয়
কার্যালয়ে সংবাদ
সম্মেলনে বিএনপি যুগ্ম-মহাসচিব
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ
কর্মসূচি ঘোষণা দেন।
রিজভী জানান, শনিবার
রাতে গুলশানে বিএনপির
স্থায়ী কমিটির বৈঠকে এ
কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত
নেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন