জেএম মাসুদ, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর শহরে বিকাশ এজেন্টের দুই
কর্মচারীকে কুপিয়ে ১৫ লাখ
টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর ২টার দিকে শহরের
দরগা শরীফের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শহরের
প্রমি এন্টারপাইজের মালিক
বিকাশ এজেন্ট মোস্তাক আহমেদের
দুই কর্মী হুমায়ন কবির ও
অহিদুজ্জামান বাবু
মোটরসাইকেলযোগে বিকাশের
লেনদেনের ১৫ লাখ
টাকা নিয়ে দরগা শরীফ
এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ৩
ছিনতাইকারী তাদের পথরোধ
করে এলোপাথারি কুপিয়ে রক্তাক্
করে। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে। পরে এক
ছিনতাইকারীকে ধরে গণপিটুনি দিয়ে
থানা পুলিশের কাছে সোপর্দ
করে এবং আহতদের সদর
হাসপাতালে ভর্তি করে।
প্রমি এন্টারপ্রাইজের পরিচালক
মোস্তাক আহমেদ জানান, তিনি এ
ঘটনায় মামলা দায়ের করবেন।
রবিবার, ১১ মে, ২০১৪
মাদারীপুরে বিকাশের ১৫ লাখ টাকা ছিনতাই
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন