বাউফল প্রতিনিধি: আজ সোমবার সন্ধ্যার দিকে বগা সড়কের রাজনগর এলাকায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে নাইম (১৪) ও পাভেল (১৭) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় রুবেল (২০) নামে একজন আহত হয়েছেন। নাঈম ওই এলাকার নুর আলম মোল্লার ছেলে ও পাভেল আবদুল মান্নান মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা গেছে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ সন্ধ্যার দিকে ওই সড়ক দিয়ে তাঁরা তিনজন একটি মোটরসাইকেল যোগে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছিলেন। রাজনগর এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাঈম মারা যায় এবং স্থানীয়রা আহত পাভেল ও রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্স যোগে যাওয়ার পথে বগা এলাকায় পৌছালে পাভেল মারা যান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন