সোমবার, ৫ মে, ২০১৪

আগামী বাজেটে বেসরকারি শিক্ষক- কর্মচারীদের বরাদ্দ বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিকেদক: আগামী বাজেটে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর
দাবি জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক সমিতি। সোমবার দুপুরে জাতীয়
প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক
সমিতি আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির
সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল
সিদ্দীকী বলেন, ফান্ডের
অভাবে বেসরকারি শিক্ষক ও
কর্মচারীরা তাদের প্রাপ্য আর্থিক
সুবিধা যথাসময়ে পাচ্ছেন না। বিশেষ
করে অবসর সুবিধা বোর্ডের
টাকা পেতে দুই-তিন বছর
লেগে যায়। এ অবস্থায়
তারা মানবেতর জীবনযাপন করছেন।
আগামী বাজেটে অবসর
সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট্রের
ঘাটতি পূরণের জন্য প্রয়োজনীয় অর্থ
বরাদ্দ দেওয়ার দাবি জানাই।
সংবাদ সম্মেলনে আরো ৯
দফা দাবি তুলে ধরা হয়।
দাবিগুলো হলো, শিক্ষা ব্যবস্থার
জাতীয়করণ ও শিক্ষাক্ষেত্রে বৈষম্য
দূরীকরণে বেসরকারি শিক্ষক-
কর্মচারীদের জাতীয় বেতন স্কেল
অনুযায়ী নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি,
মেডিকেল ভাতা, বাড়ি-ভাড়া ও
উৎসব ভাতা প্রদান করা।
সাড়ে সাত হাজার শিক্ষক-
কর্মচারী সরকারি বিধি অনুসারে
হলেও তাদের এমপিও
দেওয়া হচ্ছে না, অবিলম্বে এ সকল
শিক্ষা প্রতিষ্ঠানেকে এমপিওভূক্ত
করা, শিক্ষক-কর্মচারীদের চাকরির
বয়স ৬৫ বছরে উন্নীতকরণ, জনবল
কাঠামো সংশোধন, বেসরকারি কলেজে সহযোগী অধ্য পদে অনুপাত প্রথা বাতিল ও সরকারি কলেজের
মতো বেসরকারি কলেজে সহযোগী
পদ চালুকরণ,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শ
ও কর্মচারী নিয়োগের জন্য স্বতন্ত্র
পাবলিক সার্ভিস কমিশন গঠন করা,
ডাবল শিফট চালু, অতিরিক্ত
শ্রেণি, শাখা ও বিষয় খোলার
অনুমতি দানের পূর্ণ
ক্ষমতা শিক্ষা বোর্ডের ওপর ন্যস্ত
করারও দাবি জানানো হয় সংবাদ
সম্মেলনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন