নিজস্ব প্রতিবেদক: দেশে গত ৫ বছরে হত্যা, গুম ও অপহরণের পেছনে র্যাবের হাত
রয়েছে বলে অভিযোগ করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক
আলোচনা সভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন। ভাসানী স্মৃতি পরিষদের উদ্যোগে ‘মাওলানা ভাসানী ও
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’
শীর্ষক এ আলোচনা সভার আয়োজন
করা হয়। খুন, গুম ও বেওয়ারিশ লাশের
কথা উল্লেখ করে মির্জা ফখরুল
ইসলাম বলেন, গত ৫ বছরে সারাদেশে অসংখ্য মানুষকে হত্যা, গুম ও অপহরণ
করা হয়েছে। এর পেছনে র্যাবের
হাত রয়েছে। তিনি বলেন, এসব ঘটনার শিকার স্বজনরা বিভিন্ন সময় র্যাবের
বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছেন। কিন্তু সরকার বেআইনিভাবে ক্ষমতায়
টিকে থাকতে তাদের কোনো অভিযোগ
আমলে না নিয়ে উল্টো আইনশৃংখল বাহিনীকে ব্যবহার করছে। বিরোধী মত ও পক্ষকে দাবায়ে রাখতে তাদের ব্যবহার করছে বলেও অভিযোগ ফখরুল। মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহাসিক
রাজনৈতিক দল। গণতান্ত্রিক আন্দোলনের অনেক ইতিহাস রয়েছে তাদের। কিন্তু সেই দল এখন জনগণের সাথে সম্পৃক্ত নেই।
বৃহস্পতিবার, ১৫ মে, ২০১৪
দেশে ৫ বছরে হত্যা-গুমে র্যাবের হাত রয়েছে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন