বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪

আবার শাবানা চলচিত্রে ফরছেন!

সোনালী ডেস্ক: শাবানা আবার
ফিরছেন। তবে নায়িকা হিসেবে নয়,
প্রযোজক হিসেবে। তার ঘনিষ্ট
একটি সূত্র জানিয়েছে, দেশে ফিরেই প্রযোজনার কাজে নেমে পড়বেন
বাংলা সিনেমার জনপ্রিয় এ
নায়িকা। জানা গেছে, এ সপ্তাহেই
ঢাকা আসবেন শাবানা এবং তার
স্বামী ওয়াহিদ সাদিক। এসেই
তারা নতুন করে চলচ্চিত্র
নির্মাণের উদ্যোগ নেবেন।
তবে শাবানার ঘনিষ্টজন
পরিচালক আজিজুর রহমান বলেন,
ঢাকায় এসে শাবানা চলচ্চিত্রের
বর্তমান অবস্থা পর্যালোচনা করে চলচ্চিত্র
নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এদিকে ২০০৮ সাল থেকে প্রায়
প্রতি বছর দেশে ফিরে শাবানা চলচ্চিত্র
নির্মাণের ঘোষণা দিয়ে আসছেন।
পত্রিকায় ফলাও করে খবরও
প্রকাশ হয়। ব্যাপক তোড়জোড়
শেষে ফিরে যান যুক্তরাষ্ট্রে। চলচ্চিত্র
নির্মাণ আর হয় না। তবে ২০১২
সালে ঢাকায় এসে দুজন আবারও
চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন
এবং বলতে গেলে কোমর
বেঁধে নামেন তারা।
কাকরাইলের তাদের
প্রযোজনা সংস্থা এস এস
প্রডাকশন অফিস আবার
খুলে বসেন। একেবারে যৌথ
প্রযোজনার চলচ্চিত্র
নির্মাণের ব্যাপক আয়োজন
করেন। গল্প, নির্মাতা,
শিল্পী, সবই ঠিক করে ফেলেন।
যৌথ প্রযোজনার
একটি চলচ্চিত্র নির্মাণের
জন্য পাণ্ডুলিপি তৈরি করেন
মো. রফিকুজ্জামান।
নির্মাতা ছিলেন নার্গিস
আক্তার। গল্প গড়ে উঠে দুই
বাংলার দুই তরুণ-তরুণীর
প্রেমকে ঘিরে। এখান
থেকে শিল্পী নির্বাচন
করা হয় শাকিব খানকে। এ জন্য
শাবানা-সাদিক কলকাতার
কয়েকটি প্রযোজনা সংস্থার
সঙ্গে আলাপও চূড়ান্ত করেন।
অন্য দুটি চলচ্চিত্র
পরিচালনার দায়িত্ব দেন
শাহিন-সুমন
এবং এমবি মানিককে। কথা ছিল
কলকাতার দেব, কোয়েল
মল্লিকসহ আরও কয়েকজন
নামিদামি শিল্পী এসব
চলচ্চিত্রে অভিনয় করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন