নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার সকালে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওয়ায়েজ কুরুনী খাঁন চৌধুরী এ জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।
শুনানিকালে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সস্পূর্ণ নির্দোষ ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ মামলটি করা হয়েছে বলে দাবি করেন। মেজবাহ বলেন, ২০১২ সালের ৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার জামিনের আবেদন করেন তিনি। মির্জা ফখরুলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়েছিলো। এ মামলার এজাহারে তার নাম ছিলো না বলেও জানান মেজবাহ।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল্লাহ বিশ্বাস মির্জা ফখরুলসহ অন্যান্য আসামিদের নামে চার্জশিট দাখিল করেন। গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানার এসআই প্রদীপ কুমার রায় ওই দিনই এ মামলাটি দায়ের করেছিলেন।
সোমবার, ৫ মে, ২০১৪
ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় জামিন পেলেন ফখরুল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন