সোমবার, ২ জুন, ২০১৪

যে কোনো দিন মোবারকের যুদ্ধাপরাধের রায়

নিজম্ব প্রতিবেদক: আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর
রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনাল-১ এ উভয়পক্ষের
যুক্তি-তর্ক উপস্থাপন শেষে মামলার
বিচারিক কার্যক্রম সমাপ্ত
ঘোষণা করে রায়ের জন্য অপেক্ষমাণ
রাখা হয়।যে কোনো দিনমমোবারকের যুদ্ধাপরাধের রাঢ হবে।
মোবারকের
বিরুদ্ধে মানবতাবরোধী অপরাধের
অভিযোগ
সন্দেহাতীতভাবে প্রমাণ
হয়েছে দাবি করে তার সর্বোচ্চ
শাস্তি চেয়েছে প্রসিকিউশন।
হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও
লুটপাটের পাঁচটি ঘটনায় অভিযুক্ত
তিনি।
প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী,
ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়ার নয়াদিল
গ্রামের মোবারক একাত্তরে স্থানীয়
রাজাকার বাহিনীর কমান্ডার
ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের
তৈরি রাজাকারের তালিকায়ও
তার নাম রয়েছে।
একাত্তর
পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর
রাজনীতি করলেও
পরে তিনি স্থানীয়
আওয়ামী লীগের রাজনীতিতে যোগ
দেন এবং এক পর্যায়ে আখাউড়ার
মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক হন। দুই বছর
আগে তাকে দল থেকে বহিষ্কার
করা হয়।
একাত্তরে একটি হত্যাকাণ্ডের
অভিযোগে ২০০৯ সালের ৩
মে ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট
আদালতে মোবারকের
বিরুদ্ধে একটি মামলা হয়।
তখন হাই কোর্ট
থেকে অন্তর্বর্তীকালীন জামিন
নেন তিনি। পরে উচ্চ আদালতের
নির্দেশে ২০১১ সালের ১৯ অক্টোবর
ব্রাহ্মণবাড়িয়ার ম্যাজিস্ট্রেট
আদালতে আত্মসমর্পণ
করলে তাকে কারাগারে পাঠানো হয়।
এরপর তার মামলা আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন