নিজস্ব প্রতিবেদক: সরকার ও জামায়াত আপস
করছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্টরা বলছেন, সরকারের
সাম্প্রতিক কিছু মন্তব্য সরকারের
সঙ্গে জামায়াতের
আপসকামিতার বিষয়টি আরও স্পষ্ট
করে তুলেছে।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা.
ইমরান এইচ সরকার বলেছেন,
জামায়াতের বিচার
প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ
হাসিনা এবং আইনমন্ত্রী এডভোকেট
আনিসুল হকের বক্তব্যে বোঝা যায়
সরকার ও জামায়াতের
মধ্যে আপসকামিতার পথ
তৈরি হয়েছে।
আমরা আশঙ্কা করছি সরকার
যুদ্ধাপরাধীদের বিচার
থেকে সরে যাচ্ছে।
ডা. ইমরান বলেন, আইনমন্ত্রীর
বক্তব্য পরস্পরবিরোধী। তিনি ২০১৩
সালের ১৮
ফেব্রুয়ারি বলেছিলেন, এ আইনের
মাধ্যমেই জামায়াতের বিচার
করা সম্ভব। আর এখন বলছেন, বর্তমান
আইনে বিচার করা সম্ভব নয়।
এতে বোঝা যায় সরকার ও
জামায়াতের
মধ্যে একটা সমঝোতার পথ
তৈরি হয়েছে। এখনই
আমরা স্পষ্টভাবে বলছি না যে,
তাদের মধ্যে সমঝোতা হয়েছে।
এখন পর্যন্ত আমরা আশঙ্কাই করছি।
সোমবার, ২ জুন, ২০১৪
জামায়াত-সরকার আপসে দিকে হাটছে !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন