শনিবার, ১৪ জুন, ২০১৪

রাজধানীর পল্লবীতে দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ চলছে

নিজম্ব প্রতিবেদক: পবিত্র শবে বরাতের
রাতে বাজি ফোটানোকে কেন্দ্র
করে রাজধানীর পল্লবী এলাকার
কালশীতে শনিবার ভোরে বিহারী,
স্থানীয় ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ
বেঁধেছে। এ ঘটনার পর ওই এলাকায়
ছড়িয়ে পড়েছে কয়েকজনের মৃত্যুর
কথাও।
স্থানীয়রা ‘মৃত্যুর’ খবর শুনছেন
বলে গণমাধ্যমকর্মীদের জানালেও
পুলিশ ও নির্ভরযোগ্য কোনো সূত্র এ
ব্যাপারে নিশ্চিত করতে পারছে না।
সকালে এলাকায় বেশ কিছু
বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও
লুটপাটের ঘটনা ঘটেছে। এসব
ঘরে বাসিন্দারা আটকা পড়ে থাকতে পারেন
বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।
তবে এলাকায় সংঘর্ষ ও হামলার
মাত্রা বেড়ে যাওয়ায় পুলিশ ও
নির্ভরযোগ্য সূত্র এ ব্যাপারে কিছু
জানাতে পারছে না। কালসী ও
আশপাশের বেশ কয়েকটি রাস্তায় যান
চলাচল বন্ধ রয়েছে।
এদিকে এ ঘটনায় মো. আসলাম (৫০), বদর
উদ্দিন (৪৫), আরজু (১৬) নামে গুলিবিদ্ধ
তিন ব্যক্তিকে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে (ঢামেক)
ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন