মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

বিপাশা- অপিকে নিয়ে শাহেদের ভিন্ন ধারার অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা

বিনোদন প্রতিবেদক: বাংলাভিশনের অনুষ্ঠান
প্রধানের পাশাপাশি উপস্থাপক
হিসেবেও
বাড়তি কাজটি করতে করতে এখন
শামীম শাহেদের অন্যতম পরিচয়
জনপ্রিয় উপস্থাপক হিসেবেও।
পাশাপাশি গল্প লেখা, নাটক
নির্মাণ, চলচ্চিত্র নির্মাণের
কাজ তো চলছেই। 'অ-এর গল্প'
নামের নতুন একটি সিরিয়ালেও
সাফল্যের সাথে ১০০ পর্ব শেষ
করলেন। এই ভিন্ন ধারার
সিরিয়াল
সঞ্চালনা প্রসঙ্গে শামীম শাহেদ
বলেন, 'একটা অনুষ্ঠান
দর্শকপ্রিয়তা না পেলে অন্তত ১০০
পর্ব শেষ করা কঠিন। কারণ
আমি নিজে এই
দায়িত্বে থাকি বলেই জানি।
অনুষ্ঠান খারাপ হলে আমি কেন
যেকোনো চ্যানেলের
বিজ্ঞাপন বিভাগেরই অনুরোধ
থাকে, প্লিজ
অনুষ্ঠানটি বদলে দিন। সেদিক
দিয়ে এই নতুন কনসেপ্টের
অনুষ্ঠানের সাফল্য আমি অবশ্যই
উপভোগ করছি। এর নতুন সিজন শুরু
হবে। তবে খুব বেশিদূর টানারও
ইচ্ছে নেই আমার।' এছাড়া নতুন
চলচ্চিত্র প্রসঙ্গে শামীম শাহেদ
বলেন, 'আমার নতুন চলচ্চিত্রের
ঘোষণা দেওয়ার পর
হয়তো কিছুটা গ্যাপ
তৈরি হয়েছে। তবে খুব শিগগিরই
ছবিটির কাজ শুরু করব।'
এছাড়া প্রতি ঈদে অনুষ্ঠানমালায়
নতুন আইডিয়ায় কিছু উপস্থাপন
সবসময়ই তিনি করে আসছেন।
এবারের ঈদ প্রসঙ্গে শামীম
শাহেদ বলেন,
'এবারে বিপাশা হায়াত ও
অপি করিমকে নিয়ে ভিন্ন ধারার
দুটি অনুষ্ঠান নির্মাণের
পরিকল্পনা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন