মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

রাজশাহীর আম, দাম নাগালের বাইরে

নিজম্ব প্রতিবেদক: বাজারে আসতে শুরু করেছে সুস্বাদু
রসালো আম। সারি সারি বাগান
থেকে সংগ্রহ করা হচ্ছে আম। তারপর
খাচিবন্দি করে বাজারে। রাজশাহী-
চাঁপাইনবাবগঞ্জের আম বলেই কথা।
সুখ্যাতি দেশ জুড়ে।
প্রায় আড়ইশ’ জাতের আম এখানে উৎপন্ন
হয়। তবে বৈরি আবহাওয়ার
কারণে আমের রাজধানী বলে খ্যাত
রাজশাহীতে এবার আশানুরূপ ফলন হয়নি।
টানা তাপপ্রবাহ এবং গত
মে মাসে মৌসুমের প্রথম
কালবৈশাখীতে ব্যাপক ক্ষতি
হয়েছে আমের। আকারও ছোট
হয়ে এসেছে।
এ বছর বাজারে প্রথম আমের
দেখা মেলে গত মাসের শেষভাগে।
আটি আর লখনা জাতের আম দিয়েই
গ্রামাঞ্চলে শুরু হয় জামাই ষষ্টি। আর
জুনের প্রথম সপ্তাহে বাজারে উঠতে শুরু
করেছে আমের রাজা বলে খ্যাত
গোপালভোগ, ল্যাংড়া ও খিরসাপাত
(হিমসাগর)। আমের আড়াইশ’ জাতের
মধ্যে গোপালভোগ, ল্যাংড়া,
খিরসাপাত, বোম্বাই, ফজলি,
আম্রপালি, আশ্বিনা, ক্ষুদি, বৃন্দাবনী,
লক্ষণভোগ, কালীভোগ, তোতাপরী,
দুধসর, লকনা ও মোহনভোগ জাতের আমের
বেশি চাষ হয়েছে এবার।
মহানগরীর সাহেববাজার এলাকার আম
ব্যবসায়ী সোহেল হোসেন জানান, গতবার
জ্যৈষ্ঠ মাসের প্রথম
সপ্তাহে বাজারে আম এলেও এ বছর
তা হয়নি। চলমান তাপদাহে আমের ফলন
যেমন কম হয়েছে, তেমনি আকারেও
ছোট হয়েছে। তাই আমের দামও বেশ
চড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন