শনিবার, ৫ জুলাই, ২০১৪

নেইমারের জন্য কাঁদছে ব্রাজিল

অনলাইন ডেস্ক: মাঝ মাঠে নেইমারের
কাছে থেকে বল দখল
নিতে লাফিয়ে উঠেছিলেন
হুয়ান ক্যামিলো জুনিগা।
কলম্বিয়ার এই ডিফেন্ডারের
হাঁটুর আঘাতে ৮৮
মিনিটে স্ট্রেচারে মাঠ
ছাড়তে হয় নেইমারকে। সেখান
থেকে সোজা ফোর্তালেজা হ
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের
বিশ্বকাপ মিশন আকস্মিকভাবেই
শেষ! যাঁকে ঘিরে ব্রাজিলের
ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন,
যাঁকে কেন্দ্র করে কোচ লুইস
ফেলিপে স্কলারির রণকৌশল—
সেই নেইমার
এভাবে ছিটকে পড়বেন, মানতেই
পারছেন না ব্রাজিলিয়ানরা।
এক যুগ পর বিশ্বকাপের
সেমিফাইনালে ওঠার আনন্দের
পরিবর্তে গোটা ব্রাজিলে এখন
শোকের মাতম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন