নিজম্ব প্রতিবেদক: রমজানকে সামনে রেখে ৬ জুন থেকে বিক্রয় কার্যক্রম শুরু হয় টিসিবির। সারা দেশে ১৭৭টি ট্রাকের
মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
টিবিসিতে চিনি, সয়াবিন তেল, মসুর
ডাল, খেজুর ও ছোলা বিক্রি হচ্ছে।
ন্যায্য মূল্যে ক্রেতাদের হাতে পণ্য
তুলে দেওয়ার লক্ষ্যে টিসিবির বিক্রয়
কার্যক্রম পরিচালিত হলেও এর
কোনো প্রভাব
পড়ছে না খোলা বাজারে।
টিসিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী,
রাজধানীর ২৮টি জায়গায় টিসিবির
বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মোহাম্মদপুর টাউল হল
মার্কেটে টিসিবির খেজুর
যেখানে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০
টাকায়, ঠিক তার পাশের
দোকানে একই মানের খেজুর
বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১৪০
টাকা দরে।
একই অবস্থা ছোলার ক্ষেত্রেও।
রাজধানীর প্রেসক্লাব এলাকায়
টিসিবির ছোলা বিক্রি হচ্ছে ৪৪
টাকা কেজি দরে। অথচ
খোলা বাজারে একই ছোলার দাম
কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা ।
রোজায়
সবচেয়ে বেশি চাহিদা থাকে মসুর
ডালের। টিসিবির মসুর ডাল
বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি। একই
মানের মসুর ডাল
খোলা বাজরে বিক্রি হচ্ছে ৯৫
টাকা থেকে ১১০ টাকা দরে।
এক্ষেত্রে খোলা বাজারের নিয়ন্ত্রণ
চাইলেও ব্যর্থ টিসিবি।
শনিবার, ৫ জুলাই, ২০১৪
প্রভাব নেই খোলা বাজারে টিসিবির
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন