সোমবার, ১৪ জুলাই, ২০১৪

চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতলো জার্মানি

অনলাইন ডেস্ক: দীর্ঘ ২৪ বছর পর আবার সেই আর্জেন্টিনাকেই হারিয়ে ইতিহাস
গড়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের
শিরোপা জিতলো জার্মানি। দক্ষিণ
আমেরিকা থেকে প্রথমবারের
মতো ট্রফি গেল ইউরোপে।
অতিরিক্ত সময়ে জার্মানিকে জয়সূচক
গোলটি এনে দেন
বদলি হিসেবে নামা মারিও
গোটসে। শেষ বাঁশি বাজার
আগে ফ্রি-কিক
থেকে সমতা ফেরানোর একটা সুযোগ
পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু
শটটি মারলেন অনেক উপর দিয়ে,
চোখেমুখে ফুটে উঠলো হতাশা।
স্বদেশি কিংবদন্তি মারাদোনার
পাশে আর
বসা হলো না আর্জেন্টিনা অধিনায়কের।
মারাকানার
পাশে করকোভাদো পাহাড়ের উপর
দু’হাত প্রসারিত
করে দাঁড়িয়ে ক্রাইস্ট দ্য রিডিমার
তাই আলোকিত হলো জার্মান
পতাকার রঙে।
২৪ বছর আগে জার্মানির কাছেই
হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল
দিয়েগো মারাদোনার
আর্জেন্টিনার। এবার তাদের কাছেই
হেরে স্বপ্ন ভাঙল লিওনেল
মেসিদের। গত দুই বিশ্বকাপে এই
জার্মানির কাছে হেরেই বিদায়
নিয়েছিল আর্জেন্টিনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন