নিজম্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ
প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব
ওয়াজেদ জয় বলেছেন,
‘আমি নিজেও বাংলাদেশের
ইন্টারনেট ব্যবহার করি।
ইন্টারনেটের গতি অনেক কম।
ইন্টারনেটের দাম কমাতে ও
গতি বাড়াতে প্রয়োজনে নীত
করা হবে। সমস্যা কোথায়,
সেটা খুঁজে বের করা হবে।’
আজ সোমবার
দুপুরে গণভবনে ইন্টারনেট
প্রোভাইডার মালিকদের
সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব
কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমার
একটি ফেসবুক পেজ আছে।
সেখানে অনেক ফ্যান আছে।
তারা ইন্টারনেটের দাম
কমানো ও
গতি বাড়ানোর ব্যবস্থা নিতে
কাছে বিভিন্ন সময়
দাবি করে আসছে। এ জন্য
ইন্টারনেট
কমিউনিটি প্রোভাইডারদের
সঙ্গে বৈঠক করছি। আপনাদের
কথা শুনব, এরপর ব্যবস্থা নেব।’
সোমবার, ১৪ জুলাই, ২০১৪
ইন্টারনেটের দাম কমবে, গতি বাড়বে: জয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন