মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪

ইসরাইল সভ্য দুনিয়াকে কলঙ্কিত করছে: এরশাদ

নিজস্ব প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি হুসেইন
মুহম্মদ এরশাদ বিবৃতিতে বলেছেন,
ইসরাইল সভ্য দুনিয়াকে কলঙ্কিত
করছে। গাজায়
তারা নির্বিচারে নারী-শিশুসহ
যেভাবে সাধারণ মানুষ
হত্যা করা হচ্ছে তার
কোনো নিন্দার ভাষা নেই।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ
মন্তব্য করেছেন।
অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার
জন্য ইসরাইলের ওপর কঠোর চাপ
প্রয়োগের জন্য পশ্চিমা বিশ্বের
প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ইসরাইল ফিলিস্তিনের
গাজা এলাকায়
যেভাবে হামলা চালিয়ে মানুষ
হত্যা করে যাচ্ছে, তা সভ্য
দুনিয়াকে কলঙ্কিত করছে। এই হামলায়
মৃত সন্তানকে বুকে নিয়ে স্বজনদের
আহাজারি মানবতাকেই ধিক্কার
দিচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন