নিজম্ব প্রতিবেদক: আমি আওয়ামী লীগ ও
বিএনপির অন্যন্যা নেতাদের মত নই
যে টিভি ও সংবাদ কর্মীদের
দেখলেই বক্তব্য দেবো। পদ ও পদবীর
জন্য দেশের মানুষের
কাছে নিজেকে জাহির করবো। তাই
আমি কথা বলিনি।’
কথাগুলো বললেন বিএনপির
ঢাকা মহানগর কমিটির নতুন
দায়িত্ব প্রাপ্ত বিএনপির
স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস।
সাংবাদিকদের
ডেকে নিয়ে কেন
কথা বলেননি জানতে চাইলে শনিবার এমনই
প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আব্বাস।
তিনি বলেন,
‘আমি সাংবাদিকদের ডাকিনি।
এজন্যই কথা বলেনি। তবে দেশ
টিভি, এটিএন বাংলা ও
মাছরাঙ্গা টিভিকে আমি সাক্ষাৎকার
দেবো বলে কথা দিয়েছিলাম।
পরে সেটা বাতিল করেছি। এর
বেশি কিছু নয়।’
শুক্রবার রাতে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস আহ্বায়ক ও
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক
দলের সভাপতি হাবিব-উন-
নবী খান সোহেলকে সদস্য সচিব
করে ৫২ সদস্য বিশিষ্ট
ঢাকা মহানগর নতুন
কমিটি ঘোষণা করা হয়।
রবিবার, ২০ জুলাই, ২০১৪
আমি বিএনপির অন্য নেতাদের মতো নই: মির্জা আব্বাস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন