জেএম মাসুদ, মাদারীপুর প্রতিনিধি: ঈদে দুর্ভোগ কমাতে মন্ত্রীর
নিজের মোবাইলে যাত্রীদের
কল দেয়ার আহ্বান জানিয়েছেন
নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান।
মাদারীপুর শিবচরের কাওরাকান্দি ঘাট
পরিদর্শনকালে মন্ত্রী যাত্রীদের
প্রতি এ আহ্বান জানান। এ সময়
মন্ত্রী ঘাটের বিভিন্ন
জায়গা ঘুরে দেখেন।
নৌ পরিবহণমন্ত্রী শাজাহান খান
বলেন, যাত্রী দুর্ভোগ
কমাতে মাওয়া কাওরাকান্দির
উভয় ঘাটে প্রশাসন ছাড়াও
বিভিন্ন সংস্থার লোকজন
থাকবে। টিভির স্ক্রলে আমার ও
কন্টোল রুমের মোবাইল নম্বার
থাকবে। দুর্ভোগ
বা ভোগান্তি এড়াতে পাড়লে যা
ব্যক্তিগত মোবাইল নাম্বারেও কল
দিবেন অথবা আমাদের কন্ট্রোল
রুমেও যাত্রীরা যোগাযোগ
করতে পারবেন।
নৌপরিবহণমন্ত্রী আরো বলেন,
আসন্ন দুটি ঈদই
বর্ষা মৌসুমে পড়েছে। বর্ষার প্রবল
স্রোতে যাতে ফেরি চলাচল
স্বাভাবিক থাকে সেজন্য
শক্তিশালী টাগ জাহাজ
সংযোজন হবে ফেরি রুটগুলোতে।
আর স্পীডবোটের প্রত্যেক যাত্রীর
জন্য লাইফ জ্যাকেট ও
প্রতিটি স্পীডবোটে একটি করে বয়া
বাধ্যবাধকতা করা হয়েছে। এই
নিয়মের ব্যতয় ঘটালেই সেই
স্পীডবোট বন্ধ করে দেয়া হবে।
শনিবার, ১৯ জুলাই, ২০১৪
আমার মোবাইল নাম্বারেও কল দিবেন : শাজাহান খান
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন