নিজম্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা)
চেয়ারম্যান এইচ এম এরশাদ ক্ষমার
অযোগ্য অপরাধ করেছেন
বলে দাবি করেছে জাতীয়তাবাদী দল
বিএনপি। এজন্য এরশাদের প্রকাশ্য
বিচার ও
শাস্তি দাবি করেছে দলটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক
বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর এ দাবি করেন।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত
জাতীয় পার্টির মহাসচিব
জিয়াউদ্দিন আহমেদ বাবলুর
বিবৃতির প্রতিবাদে এ সংবাদ
বিজ্ঞপ্তি দেয়া হলো।
ফখরুল বলেন, ‘রাজনৈতিক
দ্বিচারিতা, প্রাসাদ ষড়যন্ত্র,
নির্লজ্জ মিথ্যাচার, বারবার
প্রতিশ্রুতি ভঙ্গ ও ধর্মের
নামে ভণ্ডামীর এক মূর্ত প্রতীক
হচ্ছেন এরশাদ। পাকিস্তান
থেকে ফিরে এসে বাংলাদেশের
সামরিক বাহিনীতে যোগ
দিয়ে নানা ধরনের ছলচাতুরীর
আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানের শীর্ষ
পদে আসীন হয়েই
অবৈধভাবে ক্ষমতা দখলের
কূটকৌশল শুরু করেন। আর তার
কূটকৌশলেই প্রাণ
দিতে হয়েছে দেশের শ্রেষ্ঠ
সন্তান বীর মুক্তিযোদ্ধা জিয়াসহ
অনেক মুক্তিযোদ্ধার। তাই এরশাদ
ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।
তার প্রকাশ্য বিচার এবং প্রকাশ্য
শাস্তি হওয়া উচিত।’
সোমবার, ১৪ জুলাই, ২০১৪
এরশাদের বিচার দাবি বিএনপির
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন