নিজস্ব প্রতিবেদক: আগামীকাল রবিবার
থেকে ট্রেনের ঈদের অগ্রিম
টিকেট বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন
২৪ জুলাইয়ের যাত্রার টিকেট
বিক্রি হবে।
পবিত্র ঈদুল ফিতর
উপলক্ষে বাংলাদেশ
রেলওয়ে আগামীকাল রবিবার
থেকে ৫ দিনব্যাপী অগ্রিম
টিকেট বিক্রির কর্মসূচি গ্রহণ
করেছে।
রাজধানী ঢাকা,
বন্দরনগরী চট্টগ্রাম, খুলনা, সিলেট,
রাজশাহী, রংপুর ও দিনাজপুরসহ
গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন
থেকে অগ্রিম টিকেট
বিক্রি করবে বাংলাদেশ
রেলওয়ে।
২৪ জুলাই যাত্রার টিকেট ২০
জুলাই, ২৫ জুলাই যাত্রার টিকেট
২১ জুলাই, ২৬ জুলাই যাত্রার
টিকেট ২২ জুলাই, ২৭ জুলাই
যাত্রার টিকেট ২৩ জুলাই এবং ২৮
জুলাই যাত্রার টিকেট ২৪ জুলাই
বিক্রি করা হবে।
বাংলাদেশ রেলওয়ের
মহাপরিচালক মো. তাফাজ্জল
হোসেন জানান, অগ্রিম টিকেট
বিক্রি ছাড়াও বাংলাদেশ
রেলওয়ে পবিত্র ঈদুল ফিতর
উপলক্ষে যাত্রীদের
যাতায়াতের সুবিধার্থে ৫
জোড়া বিশেষ ট্রেন বিভিন্ন
গন্তব্যে চালু করবে।
শনিবার, ১৯ জুলাই, ২০১৪
আগামীকাল থেকে রেলের অগ্রিম টিকেট বিক্রি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন