বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

রাজধানীতে ইয়াবাসহ আটক ১

নিজম্ব প্রতিবেদক: রাজধানীর
কমলাপুর রেলওয়ে স্টেশন
থেকে এক হাজার পিস ইয়াবাসহ
সেলিম ওরফে শাহিন (৩৮)
নামে এক ব্যক্তিকে আটক
করেছে রেলওয়ে থানা পুলিশ
(জিআরপি)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায়
কমলাপুর
স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘু
সময় তাকে আটক করা হয়।
শাহিনের বাড়ি চট্টগ্রাম।
তিরি তুর্ণা নিশিথা ট্রেনে কর
থেকে সকালে ঢাকায় আসেন
ইয়াবা বিক্রির উদ্দেশ্যে।
কমলাপুর জিআরপি থানার
ওসি আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত
করে জানান, ট্রেন
থেকে নেমে শাহিন
সন্দেহজনভাবে ঘোরার সময়
তাকে আটক করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন