নিজম্ব  প্রতিবেদক: অনেক সমালোচনার
মধ্যেও ১৫ অগাস্টের প্রথম প্রহরে দলের
নেতা-কর্মীদের নিয়ে কেক
কেটে নিজের জন্মদিন উদযাপন
করলেন বিএনপি চেয়ারপারসন
খালেদা জিয়া।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানকে হত্যার এই দিনে জন্মদিন
উদযাপন না করতে তার প্রতি আহ্বান
ছিল আওয়ামী লীগের।
তবে তার জবাবে বিএনপির
স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র
রায় বলেছিলেন, আওয়ামী লীগ
নেতাদের ‘তির্যক কথা-বার্তাই’
তাদের এই জন্মদিন পালনে উৎসাহিত
করছে।
বৃহস্পতিবার রাত ১২টা ০১
মিনিটে গুলশানে নিজের
কার্যালয়ে কেক কাটেন খালেদা।
কেক কাটার পর নেতা-
কর্মীরা শুভেচ্ছা জানায় তাকে।
রাত ১১টার দিকে বিএনপির পক্ষ
থেকে ৫০ পাউন্ডের একটি কেক
আনা হয়। এছাড়া ঢাকা মহানগর
বিএনপি ও ছাত্রদল আরো দুটি কেক
আনে।
বিএনপির প্রতীক সম্বলিত
কেকটি নিজে কাটেন
খালেদা জিয়া। এরপর দলের প্রবীণ
নেতা আর এ গনি এবং ঢাকা মহানগর
আহ্বায়ক
মির্জা আব্বাসকে নিয়ে অন্য
দুটি কেক কাটেন তিনি।
শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
জম্মদিনের কেক কাটলেন খালেদা জিয়া
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন