রিগান, বরিশাল প্রতিনিধি: নাশকতার পরিকল্পনার
অভিযোগে বরিশালে ২০
জামায়াত নেতাকে আটক
করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টায় গোপন
সংবাদের ভিত্তিতে বরিশাল
নগরীর দক্ষিণ আলেকান্দার
তোরাব আলী সড়কের
বাসিন্দা ডাঃ মাজেদ আলীর
ডাইরেক্টর কোয়াটার ভবনের
দ্বিতীয় তলা থেকে তাদের আটক
করা হয়।
এসময় তাদের কাছ থেকে জব্দ
করা হয় ২১টি মোবাইল সেট ও বিপুল
পরিমান নগদ টাকা।
আটককৃতরা হলেন, বরিশাল মহানগর
জামায়াতের আমির এ্যাড.
মুয়াজ্জেম হোসেন হেলাল,
নায়েবে আমির বজলুর রহমান,
মহানগর জামায়াতের
সেক্রেটারি জহির উদ্দিন
মোহাম্মদ বাবর, মহানগরের
সহকারি সেক্রেটারি মাওলানা মতিউর
রহমান, দৈনিক সংগ্রাম পত্রিকার
সাংবাদিক শাহ আলম,
কর্নকাঠি মাদ্রাসার আব্দুর রউফ,
চাখার সিনিয়র মাদ্রাসার
প্রভাষক মো: মোয়াজ্জেম
হোসেন হাওলাদার,
আতাহার আলী কলেজের শিক্ষক
মাহাবুব রহমান,
চরবারিয়া সরকারি বিদ্যালয়ের
মিজানুর রহমান,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুল
ইসলাম, কর্নকাঠি হাই স্কুলের
শিক্ষক শফিউল্লাহ তালুকদার,
শিবপাশা দাখিল মাদ্রাসার
জয়নাল আবেদিন, মো: রাসেল,
সাহেবের হাট মাদ্রাসার ইসমাইল
হোসেন, অবসর প্রাপ্ত আর্মড পুলিশ
সদস্য আবুল কালাম, মেডিকেল
টেকনিশিয়ান আবুল কাসেম,
শামিম কবির, শাজাহান সিরাজ,
বরিশাল বিভাগের মাঠ
সহকারি আব্দুস সাত্তার ও ঔষধ
ব্যাবসায়ী রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
বরিশালে জামায়াতের ২০ নেতাকর্মী আটক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন