বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে সঙ্গীত পরিচালক ইমন গ্রেপ্তার

বিনোদন প্রতিবেদক:ফেসবুকে স্ত্রীর আপত্তিকর ছবি পোস্ট দেওয়ায়
সঙ্গীত পরিচালক ইমন গ্রেপ্তার।
বুধবার গভীর রাতে রাজধানীর
ইস্কাটন গার্ডেনের
বাসা থেকে সঙ্গীত পরিচালক
শওকত আলী ইমনকে গ্রেপ্তার
করেছে রমনা থানা পুলিশ।
রমনা থানা সূত্রে জানা গেছ
সাবেক স্ত্রীর দায়ের
করা মামলায় তাকে গ্রেপ্তার
করা হয়েছে।
থানার উপ-পরিদর্শক (এসআই)
মঞ্জুরুল কবির ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, সাবেক
স্ত্রী জিনাত কবির তিথির
আপত্তিকর ছবি তুলে সামাজিক
যোগাযোগ মাধ্যম
ফেসবুকে পোস্ট করেন ইমন। এরপর
তার (তিথি) ই-মেইলেও
ছবি পাঠান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন