বুধবার, ২০ আগস্ট, ২০১৪

পাবলিক পরীক্ষায় প্রশ্ন হবে ৩২ সেট

নিজস্ব প্রতিবেদক: পাবলিক পরীক্ষায় প্রশ্ন
প্রস্তুত থাকবে ৩২ সেট। এছাড়া প্রশ্ন ফাঁস
নিয়ে ‘বিভ্রান্তি সৃষ্টি’ ও মিথ্যা রটনা’র
দায়ে জেল-জরিমানার বিধান আসছে।
আজ বুধবার এ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার পর শিক্ষামন্ত্রী সচিবালয়ে  এসব কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন,  প্রশ্ন ফাঁস ঠেকাতে এ সংক্রন্ত আইন সংশোধন করে প্রশ্ন
ফাঁসকারী এবং প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো
রটনা সৃষ্টিকারীদের জেল,
জরিমানা, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।
পাবলিক পরীক্ষায়
আমরা ৩২টি সেট প্রশ্ন করব।
প্রশ্ন যদি ফাঁসও হয় তবেও
শিক্ষার্থীদের বইয়ের সবকিছু পড়তে হবে ।”
বর্তমানে পাবলিক পরীক্ষায় চার সেট প্রশ্ন
তৈরি করা হয়। মন্ত্রী বলেন, এবছর
এইচএসসি’র প্রশ্ন ফাঁসের পর
পাবলিক পরীক্ষার প্রশ্ন তৈরি, ছাপানো,
বিলি এবং সংরক্ষণেও বড়
ধরনের পরিবর্তন আনা হচ্ছে।
দ্য পাবলিক এক্সামিনেশনস
(অফেন্স) ১৯৮০ (অ্যামেন্ড
১৯৯২) অ্যাক্ট’-এ প্রশ্ন
ফাঁসের ঘটনায় চার বছরের
শাস্তির বিধান রয়েছে।
১৯৮০ সালে এই আইনে প্রশ্ন
ফাঁসের ঘটনায় ১০ বছরের
শাস্তির বিধান থাকলেও ১৯৯২
সালে আইনটি সংশোধন করে শাস্তি চার বছর করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন