নিজস্ব প্রতিবেদক: উদার
গণতন্ত্রের নামে ৭১ ও ৭৫-এর খুনি এবং তাদের দোসেদোর অনেক
ছাড় দেওয়া হয়েছে। আর
কোনো ছাড় দেওয়া হবে না’
বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের
সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ
নাসিম। জাতীয় প্রেস ক্লাবের
কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার
দুপুরে ‘আগস্ট বাঙালী জাতির
শোকের মাস’ শীর্ষক
আলোচনা সভায় তিনি এ সব
কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন,
‘তাদের ছাড় দেওয়ার
ফলশ্রুতিতে আমরা জাতির
পিতাকে হারিয়েছি। ২১
আগস্টের মতো নির্মম
ঘটনা ঘটেছে। দেশ ও জনগণের
স্বার্থে অবশ্যই গণতন্ত্র থাকবে।
কিন্তু রক্তের
বিনিময়ে অর্জিত এ
দেশে একাত্তর ও ৭৫-এর
খুনি এবং তাদের দোসরদের
কোনো গণতান্ত্রিক অধিকার
থাকবে না।’
বিশ্বজিৎ ও নারায়ণগঞ্জের ৭
হত্যাকাণ্ডের প্রসঙ্গ
তুলে নাসিম বলেন, ‘শেখ
হাসিনা দেখিয়ে দিয়েছেন
অপরাধীদের কিভাবে বিচার
করতে হয়। আমি চ্যালেঞ্জ
করে বলতে পারি কোনো গণতা
দেশ এমন চাঞ্চল্যকর
হত্যাকাণ্ডের বিচার
করতে পারেনি।’
তিনি আরও বলেন, ‘যারা ১৫
আগস্ট ভুয়া জন্মদিন পালন
করে তাদের
দ্বারা কোনো হত্যাকাণ্ডের
বিচার আশা করা যায় না। ২১
আগস্ট বোমা হামলার সময়
বিএনপি ক্ষমতায় ছিল কিন্তু এ
হামলার সামান্যতম তদন্ত পর্যন্ত
তারা করেনি।’
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪
গণতন্ত্রের নামে আর ছাড় নয়: নাসিম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন