মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০১৪

বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জীকে কুপিয়ে জখম

রিগান,বরিশাল প্রতিনিধি: বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীকে কুপিয়ে জখম
করেছে দৃবৃত্তরা। রাত একটার
দিকে পুলক তার বাসায় ঢোকার
সময় ওই হামলার শিকার হন।
পুলকের স্ত্রী জানান, দরজায়
স্বামীর কলিং বেল
পেয়ে দরজা খুলেই দেখতে পান
তিন দুর্বৃত্ত পুলককে কোপাচ্ছে।
পরে তারা দেয়াল
টপকে পালিয়ে যায়। পুলকের
ভাই দিপক সাথেই সাথেই
_ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রাতেই অপারেশন
শেষে আইসিইউতে নেয়া হয়েছে পুলককে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন