বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০১৪

মান্না,মাহাবুবুর রহমান ও বদির বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার
মাহবুবুর রহমান এবং কক্সবাজারের
সংসদ সদস্য আবদুর রহমান বদির
বিরুদ্ধে মামলা করেছে দুনীতি দমন
কমিশন (দুদক)।
বৃহস্পতিবার রমনা থানায় দুদক
কর্মকর্তারা বাদী হয়ে পৃথক
তিনটি মামলা দায়ের করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব
কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত
করেছেন।
তিনি জানান, জ্ঞাত আয় বর্হিভুত
সম্পদ অর্জনের অভিযোগে সাবেক
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল
মান্নান খানের বিরুদ্ধে দুদকের উপ-
পরিচালক ও মামলার তদন্ত
কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন,
পানিসম্পদ প্রতিমন্ত্রী তালুকদার
মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুদকের উপ-
পরিচালক ও মামলার তদন্ত
কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান
এবং কক্সবাজারের সংসদ সদস্য আবদুর
রহমান বদির বিরুদ্ধে দুদকের উপ-
পরিচালক ও মামলার তদন্ত
কর্মকর্তা মাহাম্মদ খায়রুল
হুদা বাদী হয়ে রমনা থানায় পৃথক
তিনটি মামলা দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন