নিজম্ব প্রতিবেদক: ঢাকা মহানগরীর
সহকারী সেক্রেটারী ও কেন্দ্রীয়
কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম
মাসুদকে চার দিনের রিমান্ডে নির্মম
নির্যাতন করা হয়েছে বলে তার
পরিবার থেকে অভিযোগ ও
প্রত্যক্ষদর্শীরদের ক্ষোভ প্রকাশ
করতে দেখা গেছে।
গত ০৯ আগষ্ট ২০১৪ তারিখে ড. মাসুদ সহ
মোট ১৯ জনকে মোহাম্মদপুর থানার
জাকির হোসেন রোডের
একটি বাড়ি থেকে মোহাম্মদপুর
থানা পুলিশ গ্রেফতার করে বিশেষ
ক্ষমতা আইনের গ্রেফতার
দেখিয়ে পরেরদিন
ঢাকা মেট্রোপলিটন মেজিস্ট্রেট
আদালতে প্রেরণ করে। আদালত
পরবর্তীতে সকল আসামীকে চার
দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে।
আজ বৃহস্পতিবার রিমান্ড
শেষে তাকে আবার
আদালতে হাজির করা হয়। এসময়
তাকে খুবই দুর্বল, বিবর্ন চেহারা ও
শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম
দেখা গেছে। পরিবারের পক্ষ
থেকে জানানো হয় যে, রিমান্ডের
চারদিনই মিন্টো রোডের
ডিবি অফিসে তাকে রাখা হয়।
আদালতে হাজির করার পর
তাকে আদালত কক্ষের পেছনের
দিকে একটি বেঞ্চে শুইয়ে রাখা হয়।
তিনি চোখ খুলতে পারছিলেন না। এ
অবস্থায়ই তিনি আইনজীবীদের
সাথে কথা বলেন।
অপরদিকে মতিঝিল থানার
আরেকটি মামলায় তাকে আরো দুই
দিনের রিমান্ড মঞ্জুর করে।
বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪
জামায়াতের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদকে ফের রিমান্ড
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন