সোনালী ডেস্ক: কণ্ঠশিল্পী নাজমুন
মুনিরা ন্যান্সি ‘ঘুমের বড়ি’
খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
নেন্সীকে নেত্রকোণা আধুনিক সদর
হাসপাতাল থেকে ময়মনসিংহ
মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোণা আধুনিক সদর
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক
খালেদ মোশাররফ বলেন,
ন্যান্সিকে হাসপাতালে আনার
পর পরই তার অবস্থার
অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের কর্তব্যরত নার্স
সুফিয়া জিয়াসমিন জানান, শুক্রবার
রাতে ২০টি এবং শনিবার
আরো ৪০টি বড়ি খান ন্যান্সি।
 
 
  
 
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন